সাতটি হিংসার ঘটনায় দুটিতে আক্রান্ত তৃণমূলই, বললেন মমতা
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ উড়িয়ে পাল্টা বিরোধীদের কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটে বিরোধীদের হিংসার অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''সাতটি হিংসার ঘটনা ঘটেছে। তার মধ্যে ২টি ঘটনায় আক্রান্ত তৃণমূলই।''
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''বাংলায় ৫৮ হাজার বুথ রয়েছে। ৭৪ হাজার আসনে মনোনয়ন দাখিল করেছে বিরোধীরা। নির্দল ধরলে সংখ্যাটা ৯০। অথচ তাঁরাই চিত্কার করে বেড়াচ্ছে। সাতটা ঘটনা ঘটেছে। মহম্মদবাজারে একটা ঘটনা ঘটেছে। বিজেপি গুন্ডা নিয়ে এসে অস্ত্র মিছিল করেছে। আরেকটা ঘটনা ঘটেছে নলহাটিতে। আমি যদি, সাংবাদিকরা সাজিয়ে করেছে। সন্দেহশখালিতে মৃত্যু হয়েছে তৃণমূলের। উত্তর দিনাজপুরে আমার দলের সবচেয়ে সিনিয়র নেতার বাড়িতে ভাঙচুর করেছে। বাসুদেববাবুর সঙ্গে দেখা করে দ্রুত আরোগ্য কামনা করেছেন আমার দলের লোকেরা। আর কোথায় ঘটেছে? মেদিনীপুরে হয়েছে? বর্ধমানে হয়েছে?''
আরও পড়ুন- ২০১৯ সালের আগে সোশ্যালে ঝড় তুলছে তৃণমূল