কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাজিয়া মেটাতে সচেষ্ট শিক্ষামন্ত্রী

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সমস্যা মেটাতে আসরে নামতে হল শিক্ষামন্ত্রীকে। সূত্রের খবর, গতকাল রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ১৫ জন সদস্যকে নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন তিনি। ছিলেন TMCP-র রাজ্য সভাপতি জয়া দত্ত।

Updated By: Feb 6, 2017, 09:13 AM IST
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাজিয়া মেটাতে সচেষ্ট শিক্ষামন্ত্রী

ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সমস্যা মেটাতে আসরে নামতে হল শিক্ষামন্ত্রীকে। সূত্রের খবর, গতকাল রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ১৫ জন সদস্যকে নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন তিনি। ছিলেন TMCP-র রাজ্য সভাপতি জয়া দত্ত।

ওই বৈঠকে স্থির হয়েছে, মুখবন্ধ খামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে GS ও সভাপতির নাম জানানো হবে। খাম খোলার পর যাঁদের নাম জানা যাবে, তাঁদেরকেই মেনে নিতে হবে বাকিদের। যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। GS পদপ্রার্থী দুজনকে ইতিমধ্যেই ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মণিশঙ্কর মণ্ডলকে করা হয়েছে TMCP-র সহসভাপতি। কায়ুম মোল্লাকে করা হয়েছে রাজ্য TMCP-র সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা এবার পরিচালকের ভূমিকায়!

.