Emergency Landing : মাঝ আকাশেই যাত্রীর মৃত্যু, কাঠমান্ডু-কলকাতা বিমানের জরুরী অবতরণ
মাঝ আকাশে বিমানেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক যাত্রীর। জানা যাচ্ছে, মৃত যাত্রীর নাম মিহিরকুমার সরকার। জানা যাচ্ছে, বিমানটি কাঠমান্ডু থেকে কলকাতায় আসছিল। সেই বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি পাইলটকে জানান, যোগাযোগ করা হয় AIC- (এয়ার ট্রাফিক কন্ট্রোল)র সঙ্গে। এরপরই মেডিক্যাল গ্রাউন্ডে বিমানটির জরুরী অবতরণ করানো হয়।
সৌমেন ভট্টাচার্য : মাঝ আকাশে বিমানেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক যাত্রীর। জানা যাচ্ছে, মৃত যাত্রীর নাম মিহিরকুমার সরকার। জানা যাচ্ছে, বিমানটি কাঠমান্ডু থেকে কলকাতায় আসছিল। এয়ার ইন্ডিয়ার AI 248 বিমানেই ছিলেন মিহিরকুমার। জানা যাচ্ছে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি পাইলটকে জানান, যোগাযোগ করা হয় AIC- (এয়ার ট্রাফিক কন্ট্রোল)র সঙ্গে। এরপরই মেডিক্যাল গ্রাউন্ডে বিমানটির জরুরী অবতরণ করানো হয়।
জানা যাচ্ছে, বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা মিহিরকুমার সরকারের স্বাস্থ্য পরীক্ষার করে তাঁকে স্থানীয় হাসপাতালে রেফার করেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান মিহিরবাবু যেহেতু অসুস্থ ছিলেন, বিমানে অতিরিক্ত ঝাঁকুনির কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন, পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়।
Airport Death: কাঠমান্ডু থেকে কলকাতায় আসা বিমানে যাত্রীর মৃত্যু#death #kolkata #flight #Airport #zee24ghanta pic.twitter.com/epizoU2wTS
— zee24ghanta (@Zee24Ghanta)
বিমানবন্দরের তরফেই ওই যাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়।