রোগী নিখোঁজ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে
রোগী নিখোঁজ হওয়ায় গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাড়ির লোকের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না। একইরকম আচরণ করছে বেনিয়াপুকুর থানা।
রোগী নিখোঁজ হওয়ায় গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাড়ির লোকের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না। একইরকম আচরণ করছে বেনিয়াপুকুর থানা।
২ মার্চ মাথায় আঘাত নিয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন হাওড়ার শিবপুরের বাসিন্দা ৫৬ বছরের মহম্মদ সেলিম। তাঁর স্ত্রীর অভিযোগ, ৬ মার্চ সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার দিনই বেনিয়াপুকুর থানায় ঘটনাটি জানান নিখোঁজ ব্যক্তির বাড়ির লোকেরা। তাঁদের অভিযোগ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিসকে জানিয়ে সব দায় ঝেড়ে ফেলতে চাইছে। সরকারি হাসপাতাল থেকে এভাবে রোগী নিখোঁজ হওয়ায় হাসপাতালের পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।