নির্বাচন কমিশনকে শোকজের জবাব পিসি সরকারের
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকার (জুনিয়র)। গতকাল বিতর্কিত মন্তব্য করেন পিসি সরকার জুনিয়ার। বারাসতের একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চ়ডান জাদুকর প্রার্থী। কিন্তু সেই সুর চড়াতে চড়াতে এক সময় পিসি সরকার নাম না করে শাসক দলের প্রার্থীকে প্রশ্ন ছুঁড়ে বলেন,"যদি ওনাকে বা ওনাদের ধর্ষণ করা হত, তাহলে ওনারা কি বলতেন।"
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকার (জুনিয়র)। গতকাল বিতর্কিত মন্তব্য করেন পিসি সরকার জুনিয়ার। বারাসতের একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চ়ডান জাদুকর প্রার্থী। কিন্তু সেই সুর চড়াতে চড়াতে এক সময় পিসি সরকার নাম না করে শাসক দলের প্রার্থীকে প্রশ্ন ছুঁড়ে বলেন,"যদি ওনাকে বা ওনাদের ধর্ষণ করা হত, তাহলে ওনারা কি বলতেন।"
পরে পিসি সরকার আমাদের প্রতিনিধিকে জানান, অন্যায় করলে কোনও দোষ নেই, বললেই যদি দোষ হয় তবে, মুখ খুলবো না। কাকলি ঘোষদস্তিদারের উদ্দেশ্য অশালীন মন্তব্যের পর প্রতিক্রিয়া বারাসতের বিজেপি প্রার্থী পি সি সরকার জুনিয়রের।