পি সি-কাকোলি তরজা
পার্ক স্ট্রিট কাণ্ডের সাফাই দিতে গিয়ে নির্যাতিতাকেই কাঠগড়ায় তুলেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এবার ভোটপ্রচারে কাকলি ঘোষদস্তিদারকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন বারাসতের বিজেপি প্রার্থী জাদুকর পি সি সরকার জুনিয়র। অশালীন মন্তব্যের জন্য পি সি সরকার জুনিয়রকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
পার্ক স্ট্রিট কাণ্ডের সাফাই দিতে গিয়ে নির্যাতিতাকেই কাঠগড়ায় তুলেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এবার ভোটপ্রচারে কাকলি ঘোষদস্তিদারকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন বারাসতের বিজেপি প্রার্থী জাদুকর পি সি সরকার জুনিয়র। অশালীন মন্তব্যের জন্য পি সি সরকার জুনিয়রকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
প্রথম বার ভোটযুদ্ধে নেমেই বিতর্কে জড়িয়ে পড়লেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বারাসতের তৃমমূল প্রার্থীকে। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্যরাজনীতিতে। সাজানো ঘটনা বলে মন্তব্য করে বিতর্কটা শুরু করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিসের তত্কালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের তত্পরতায় বোঝা যায়, ঘটনাটা মোটেই সাজানো ছিল না। তার জেরে অবশ্য সরকারি কোপে পরে সরতে হয় দময়ন্তীকে। তারপরেও নির্যাতিতা সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
পার্কস্ট্রিটে ধর্ষণ হয়নি। ওটা আদতে মহিলা ও খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির ফল। ভোটপ্রচারে সেই প্রসঙ্গ টেনে কাকলি ঘোষদস্তিদারকেই কুরুচিকর আক্রমণ করলেন বিশ্বখ্যাত জাদুকর। তৃণমূল প্রার্থীর অভিযোগ পেয়ে বারাসতরে বিজেপি প্রার্থীকে শো কজ করেছে নির্বাচন কমিশন।
অতীতে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান। পি সি সরকার জুনিয়রের মতো প্রথমবার ভোটযুদ্ধে নেমে ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আরেক তারকা, ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবও। তাঁকেও শোকজের মুখে পড়তে হয়।