চোখে কালো কাপড়, কালো ঘোড়ার পিঠে Madan Mitra, Pegasus ইস্য়ুতে অভিনব প্রতিবাদ

বৃষ্টিস্নাত কলকাতায় অভিনব দৃশ্য।

Updated By: Jul 29, 2021, 03:01 PM IST
চোখে কালো কাপড়, কালো ঘোড়ার পিঠে Madan Mitra, Pegasus ইস্য়ুতে অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন: Pegasus কাণ্ডে দক্ষিণ কলকাতায় অভিনব প্রতিবাদ দেখালেন মদন মিত্র। চোখে কালো কাপড় বেঁধে, কালো পোশাকে, কালো ঘোড়া নিয়ে প্রতিবাদ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন।

বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর থেকে ২ কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন কামারহাটির বিধায়ক। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে, কখনও হেঁটে-কখনও ঘোড়ার পিঠে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মদন মিত্র। বিজেপিতে তোপ দেগে তিনি বলেন, "ফোনে আড়ি পাতছে বিজেপি। সত্য় প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি।"   

আরও পড়ুন: নাইট কার্ফু অমান্য, হুক্কা বারে অভিযান চালিয়ে গ্রেফতার ১০

আরও পড়ুন:   CBI হাজিরা এড়ালেন বিনয় মিশ্রর মা-বাবা, জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা

Pegasus কাণ্ডে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধিতার ঝড় তুলেছে তৃণমূল। সংসদের ভিতরে ও বাইরে সরব রাজ্যের শাসক দলের সাংসদরা। এমনকী, Pegasus কাণ্ডে প্রথম কোনও রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি। এবার এই কাণ্ডে মদন মিত্রের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ দেখল বৃষ্টিস্নাত কলকাতা।  

.