জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় লাটে উঠে চিকিত্সা পরিষেবা, আবেদনে দাবি মামলাকারীর। 

Updated By: Jun 13, 2019, 11:25 PM IST
জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশ ভঙ্গ করায় জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও চিকিত্সা পরিষেবা সচল রাখার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছেন মরণাপন্ন রোগীরা। আগামিকাল মামলার শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি সুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চে। 

এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় লাটে উঠে চিকিত্সা পরিষেবা। মামলকারী জনৈক চিকিত্সক কুনাল সাহার আইনজীবী শ্রীকান্ত দত্ত আবেদনে জানান, গত ১০ ই জুন কলকাতার নীলরতন সরকার হাসপাতাল রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুজন চিকিৎসককে বেধড়ক মারধর করে মৃতের পরিবারের সদস্যরা। ওই ঘটনায় এনআরএস হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার গুরুতর আহত হয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। প্রতিবাদে এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা বন্ধ করে অবস্থান-বিক্ষোভে বসেন। যার জেরে নীলরতন সরকার হাসপাতালের সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর রাজ্যজুড়ে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা টানা ৪৮ ঘন্টা চিকিৎসা পরিষেবা স্তব্ধ করে দেন।         

মামলাকারীর আর্জি, অবিলম্বে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে রোগীদের চিকিত্সা পরিষেবা নিশ্চিত করতে হবে। আন্দোলনকারী চিকিত্সকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। 

শুক্রবার সকাল সাড়ে দশটায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি সুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

আরও পড়ুন- ভিডিয়ো: দেশ ছাড়িয়ে বিদেশ, এনআরএসে হামলার নিন্দা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

.