নিজস্ব প্রতিবেদন: রাতে বিপদে পড়লে ফোন করুন। মহিলাদের উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট চোখে পড়ছিল বেশ কয়েকদিন ধরেই। বিশেষ করে হায়দরাবাদ গণধর্ষণের পর।  যাচাই করে দেখা গিয়েছে ওইসব পোস্টে যেসব ফোন নম্বর দেওয়া হয়েছে তা ভুয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুলিস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


হায়দরাবাদ ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় এলাকার নাম উল্লেখ করে পোস্ট দেওয়া হচ্ছিল, ‘এই এলাকায় মহিলারা রাতে সমস্যা পড়লে বা নিরাপত্তার অভাব বোধ করলে ফোন করুন। সাহায্য করা হবে।’ দেওয়া হচ্ছিল ফোন নম্বরও। ওইসব নম্বর নিয়ে একাধিক অভিযোগ আসছিল লালাবাজারের সাইবার সেলে। এরপরই তদন্ত শুরু করে সাইবার সেল।



আরও পড়ুন-কাকভোরে ভয়াবহ আগুন দিল্লির আনাজ মাণ্ডি এলাকায়, মৃত বেড়ে কমপক্ষে ৪৩


তদন্তে উঠে এসেছে, যেসব নম্বর দেওয়া হয়েছে তার মালিক আসলে বাইরের রাজ্যের বাসিন্দা। ওইসব নম্বর যে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে তা তাঁরা জানেন না।  এরকম তিনটি পোস্টের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখেছে লালবাজার। ওইসব পোস্টের পেছনে কোনও অপরাধ চক্র কাজ করছে বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।