NRC-CAA নিয়ে বিরোধিতার মধ্যেই জানুয়ারিতে ২ দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।

Reported By: অঞ্জন রায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jan 2, 2020, 02:25 PM IST
NRC-CAA নিয়ে বিরোধিতার মধ্যেই জানুয়ারিতে ২ দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : জল্পনার অবসান। জানুয়ারিতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুদিনের সফরে রাজ্যে আসবেন তিনি।

সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। গত বছর অক্টোবর থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। সম্প্রতি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বন্দর কর্তৃপক্ষকে সবুজ সঙ্কেত দেওয়া হয়। আর তারপরই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫০ তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

তবে শুধু কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষ উদযাপন নয়, রাজ্য সফরে এসে জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শাসকদল তৃণমূল যখন বিরোধিতার সুর চড়িয়েছে, কোনওভাবেই রাজ্যে এনআরসি লাগু হতে দেবে না বলে চ্যালেঞ্জ ছুড়েছে, সেইসময় প্রধানমন্ত্রীর রাজ্যে আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের মানুষকে NRC-CAA নিয়ে বোঝাতে রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী মোদী। শেষ পর্যন্ত চূড়ান্ত খবর আসছেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। একদিকে কলকাতা পোর্ট ট্রাস্ট্রের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানে যোগদান, অন্যদিকে জনসভা, এক সফরেই দুই কর্মসূচি পালন করবেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন, কে থাকছেন, কে যাচ্ছেন? একুশের লক্ষ্যে রাজ্য কমিটিতে ব্যাপক রদবদলের পথে BJP কেন্দ্রীয় নেতৃত্ব!

রাজ্য বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। সম্ভবত মালদাতে হতে পারে প্রধানমন্ত্রীর জনসভা। যদিও সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া দুদিনের সফরে রাজ্যে এসে ইস্ট-ওয়েস্ট মেট্রো, রাজারহাটে ক্যান্সার হাসপাতালের উদ্বোধনও করতে পারেন মোদী। উল্লেখ্য, এর আগে বহুবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। কিন্তু প্রতি বারই তা পিছিয়ে গিয়েছে। এবার ১১ জানুয়ারি মোদী রাজ্য সফরে এলে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন হয় কিনা, সেটাই দেখার।

.