সুচিত্রার মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর, ফেসবুকে শোক প্রকাশ মমতার
সুচিত্রা সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী নিজের বার্তায় জানিয়েছেন, চলচ্চিত্রে নিজের অবদানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন সুচিত্রা সেন। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পুরস্কার জেতে ভারতীয় অভিনেতাদের মধ্যে তাঁকে অন্যতম বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে নিজের বহুমুখী প্রতিভা ও অভিনয়ের ব্যাপ্তির মাধ্যমে সুচিত্রা সেন ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রেখে গেছেন।
সুচিত্রা সেনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী নিজের বার্তায় জানিয়েছেন, চলচ্চিত্রে নিজের অবদানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন সুচিত্রা সেন। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পুরস্কার জেতে ভারতীয় অভিনেতাদের মধ্যে তাঁকে অন্যতম বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে নিজের বহুমুখী প্রতিভা ও অভিনয়ের ব্যাপ্তির মাধ্যমে সুচিত্রা সেন ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রেখে গেছেন।
সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুচিত্রা সেনকে বিশ্ব চলচ্চিত্র জগতের মহীরুহ হিসেবেই দেখেন মুখ্যমন্ত্রী। সুচিত্রা সেনের প্রয়ানে এই জগতের অপূরণীয় ক্ষতি হল বলেও লিখেছেন তিনি। সুচিত্রা সেনের প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও লিখেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশা ছিল, সুস্থ হয়ে বাড়িফিরবেন মহানায়িকা। বাস্তবে তা সম্ভব হয়নি। তবে চিকিত্সক ও নার্সিংহোম স্টাফরা চেষ্টার ত্রুটি করেননি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেওড়াতলা শ্মশানের যে অংশে সুচিত্রা সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, সেখানে স্মৃতিফলক গড়ে তুলবে রাজ্য সরকার। মহানায়িকার স্মৃতিতে বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশের নাম রাখা হবে সুচিত্রা সেন সরণি। বালিগঞ্জ ফাঁড়ির নাম হবে সুচিত্রা সেন স্কোয়ার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুচিত্রা সেনের অসুস্থতার খবরে বারবার বেলভিউ ক্লিনিকে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্তরাল সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মহানায়িকা।
পর্দায় সুচিত্রা-উত্তম জুটি যে মাদকতা সৃষ্টি করতেন, তেমনটা আর কেউ করতে পারবে না। সুচিত্রা প্রয়াণে প্রতিক্রিয়া চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তের।