বিক্ষোভরত এসএসএসির সফল প্রার্থীদের হুমকি দিয়ে সরিয়ে দিল পুলিস
চাকরির দাবিতে বিধাননগরে এসএসসি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন এসএসসির মেধা তালিকায় থাকা কয়েকশো প্রার্থী। কিন্তু পুলিসের চোখরাঙানির কাছে হার মানতে হল বিক্ষোভকারীদের। রীতিমত হুমকি দিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিল পুলিস। এসএসসির মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে গতমাসে টানা একুশ দিন এসএসসি অফিসের সামনে অনশন চালিয়েছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী। পরে রাজ্যপাল ও সরকারের আশ্বাসে সেবারের মতো অনশন তুলে নিয়েছিলেন তাঁরা।
চাকরির দাবিতে বিধাননগরে এসএসসি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন এসএসসির মেধা তালিকায় থাকা কয়েকশো প্রার্থী। কিন্তু পুলিসের চোখরাঙানির কাছে হার মানতে হল বিক্ষোভকারীদের। রীতিমত হুমকি দিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিল পুলিস। এসএসসির মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে গতমাসে টানা একুশ দিন এসএসসি অফিসের সামনে অনশন চালিয়েছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী। পরে রাজ্যপাল ও সরকারের আশ্বাসে সেবারের মতো অনশন তুলে নিয়েছিলেন তাঁরা।
এরপর চৌঠা ফেব্রুয়ারি ৩২২ জনকে কাউন্সেলিংয়ে ডাকে কমিশন। প্রতিশ্রুতিমত বাকি চাকরিপ্রার্থীদের কেন ডাকা হল না সেই অভিযোগে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে আসেন তাঁরা। কিন্তু চেয়ারম্যানের দেখা না পেয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ফের অবস্থান বিক্ষোভে বসেন চাকরী প্রার্থীরা।
কিন্তু হঠাত্ই ছন্দপতন। এডিসিপি অজয় প্রসাদের নেতৃত্বে বিধাননগর কমিশনারেটের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌছয়। আর এরপরই রীতিমতো হমকি দিয়ে জোর করে হঠিয়ে দেওয়া হয় বিক্ষোকারীদের।
অবশেষে পুলিসি জবরদস্তির কাছে নতিস্বীকার করতে বাধ্য হন চাকরী প্রার্থীরা।
বৃহস্পতিবারের ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিসের সাহায্যে এদিনের মতো বিক্ষোভকারীদের হঠিয়ে দিলেও ভবিষ্যতে কি আদৌ রোখা যাবে চাকরি না পাওয়ার ক্ষোভকে?