গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের জের, কারণ খুঁজতে তদন্তে নামল পুলিস

গতকাল মধ্যরাতে জীবন বিমার অফিসে আগুন লাগার পর এলাকার সব বহুতল নিয়েই এবার একই অভিযোগ করল স্থানীয় বাসিন্দারা। 

Updated By: Oct 18, 2020, 04:45 PM IST
গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের জের, কারণ খুঁজতে তদন্তে নামল পুলিস
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন:  গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের জের। শুক্রবার অগ্নিকান্ডের পর স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। শুধু তাই নয়, গতকাল মধ্যরাতে জীবন বিমার অফিসে আগুন লাগার পর এলাকার সব বহুতল নিয়েই এবার একই অভিযোগ করল স্থানীয় বাসিন্দারা। এরপরই তদন্তে নেমেছে বউবাজার থানা।

২৪ ঘণ্টার মধ্যে পর পর দুটি অগ্নিকাণ্ড গণেশচন্দ্র অ্যাভিনিউতে। গতকাল আটতলা বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে মৃত দুই, আহত একাধিক। এই ঘটনার আভাস পেয়েছিলেন বিল্ডিংয়ের বাসিন্দারা। তারা রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ জানিয়েছিল আগেই। কিন্তু কোনও লাভ হয়নি। 

প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাতে চিত্তরঞ্জন এভিনিউ ও গনেশ চন্দ্র এভিনিউ ক্রসিংয়ের ভারতীয় জীবন বীমা নিগমের অফিসে আগুন লাগে।  ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটি ইঞ্জিন। শুক্রবার যেখানে আগুন লাগে তার থেকে ২০০ মিটারের মধ্যেই এই বিল্ডিং। জানা গিয়েছে, ভারতীয় জীবন বীমা নিগমের অফিসের ক্যান্টিন থেকে আগুন লাগে।  শনিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছে ক্যান্টিনের কর্মীরা। 

.