Post Poll Violence:ভোট-পরবর্তী হিংসা মামলায় নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টও মঙ্গলবার আদালতে জমা পড়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভোট-পরবর্তী হিংসা মামলায় নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট। সাত দিনের মধ্যে তার রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত।
মঙ্গলবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছে, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষা করাতে হবে। কলকাতার কম্যান্ড হাসপাতাল নমুনা সংগ্রহ করবে। সেই নমুনা পাঠানো হবে সিএফএসএল (CFSL)-য়ে। সেখানেই নমুনা পরীক্ষা হবে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
আরও পড়ুন: NRS হাসপাতালে উদ্ধার পূর্ণ বয়স্ক চন্দ্রবোড়া, সাধারণ মানুষে তীব্র আতঙ্ক
প্রসঙ্গত, গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার অভিযোগ করেছিল, এ সাধারণ খুন নয়, রাজনৈতিক হিংসার জের। বিজেপির তরফে অভিযোগ করা হয়, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিজিৎকে মারধর করে। অভিজিৎ সরকারের দাদা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল এদিন। ভোট পরবর্তী হিংসা মামলায় কিছুদিন আগেই অভিজিৎ সরকারের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। মঙ্গলবার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence) পরবর্তী শুনানি ২২ জুলাই।
পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) এতদিন ধরে যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি ঘুরে দেখছে তার চূড়ান্ত রিপোর্টও মঙ্গলবার আদালতে জমা পড়ল।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: সঠিক সময়ে ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবি তৃণমূলের, ভোট প্রচারে কী ভাবনা শাসকদলের?