NRS হাসপাতালে উদ্ধার পূর্ণ বয়স্ক চন্দ্রবোড়া, সাধারণ মানুষে তীব্র আতঙ্ক
সাপটিকে মারধরের অভিযোগ হাসপাতালের মালিদের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: NRS হাসপাতালে উদ্ধার পূর্ণ বয়স্ক একটি চন্দ্রবোড়া সাপ। সাপটি অন্তঃসত্ত্বা ছিল বলেই অনুমান। সাপটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত তার দেহে আর প্রাণ নেই। হাসপাতালের মধ্যে এমন বিষধর সাপ উদ্ধার হওয়ায়, স্বভাবতই আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে নটা নাগাদ সাপটিকে প্রথম রেডিওলজি বিভাগের পাশের বাগানে দেখতে পান মালিরা। সাপটিকে পুকুরে নেমে যেতে দেখা যায়। এরপর সাপটি উল্টো দিকের পাড়ে উঠলে, অভিযোগ তাকে মারধর করেন মালিরা। সাপটির মাথায় আঘাত করা হয়। ওই স্থানেই নিস্তেজ হয়ে পড়ে সাপটি। সম্ভবত মারাও যায়।
আরও পড়ুন: উদ্ধার জিহাদি নথি-ফোন নম্বর, JMB জঙ্গি সেলিমের ডায়েরির পাতায় লুকিয়ে আর কোন রহস্য?
আরও পড়ুন: JMB Arrest: দেশের সুরক্ষা নিয়ে আশঙ্কা, এবার ধৃত ৩ জামাত জঙ্গিকে জেরা করতে চায় NIA
হাসপাতাল সূত্রে খবর, এর আগে বহুবার বিভিন্ন ওয়ার্ডে ছোট আকারের চন্দ্রবোড়া সাপ দেখা গিয়েছে। তবে এত বড় আকারের সাপ দেখা যায়নি। গোটা ঘটনায় আতঙ্কে রোগী ও পরিজনরা। কারণ অনেক দূর থেকে এসে অনেকেই NRS হাসপাতালে রাত কাটান। সাপের উপদ্রব বাড়তে থাকলে, কীভাবে তাঁরা হাসপাতালে থাকবেন? সেটাই তাঁদের ভাবনা।