উত্তপ্ত প্রেসিডেন্সি, সন্ধে থেকেই ভিসির ঘরের সামনে বসে পড়ুয়ারা
হস্টেল ছাড়াও আরও অভিযোগ রয়েছে পড়ুয়াদের। তাদের অভিযোগ, হস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়াই এস বাবু একাধিক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত। তাঁকে পদত্যাগ করতে হবে
নিজস্ব প্রতিবেদন: হস্টেল-সহ একাধিক দাবি নিয়ে ভিসির ঘরের সামনে বসে পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার সন্ধে থেকেই তারা ঘেরাও করে রেখেছেন ভিসিকে। রীতিমতো বিছানা পেতে চলছে অবস্থান।
আরও পড়ুন-শাহিনবাগের আন্দোলনকে দিল্লি ভোটে ব্যবহার করছেন কেজরি: আদিত্যনাথ
উল্লেখ্য, মেরামতির কারণে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল হিন্দু হস্টেল। কয়েকটি ফ্লোর ফেরত দেওয়া হলেও এখনও ছাত্রদের জন্য দেওয়া হয়নি কয়েকটি ফ্লোর। পড়ুয়াদের দাবি হিন্দু হোস্টেলের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড পড়ুয়াদের ফেরত দিতে হবে।
আরও পড়ুন-এমাসেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জেনে নিন ভাড়া-অত্যাধুনিক ব্যবস্থা
হস্টেল ছাড়াও আরও অভিযোগ রয়েছে পড়ুয়াদের। তাদের অভিযোগ, হস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়াই এস বাবু একাধিক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত। তাঁকে পদত্যাগ করতে হবে। হস্টেলে মেস স্টাফের সংখ্যা বাড়তে হবে। হস্টেল ওয়েলফেয়ার কমিটি গঠন করতে হবে। বিনা নোটিসে স্টাফ ছাঁটাই করা হল কেন তার জবাব দিতে হবে।