প্রেসিডেন্সিকাণ্ডে নতুন অভিযোগ দায়ের আইসির

প্রেসিডেন্সিকাণ্ডে নতুন আরও একটি অভিযোগ দায়ের করল আইসি। শনিবার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে কাউন্সিলর পার্থ বসুর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে টিএমসিপি নেতা তথাগত সাহার বিরুদ্ধেও।

Updated By: Apr 13, 2013, 12:00 PM IST

প্রেসিডেন্সিকাণ্ডে নতুন আরও একটি অভিযোগ দায়ের করল আইসি। শনিবার জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে কাউন্সিলর পার্থ বসুর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে টিএমসিপি নেতা তথাগত সাহার বিরুদ্ধেও।
রাতে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিস সাক্ষ্যগ্রহণ করছে, এই ঘটনায় গতকাল রাতে  নতুন করে চাঞ্চল্য ছড়ায় প্রেসিডেন্সিতে। ছুটি হয়ে যাওয়ার অনেক পরে পুলিস কেন বিশ্ববিদ্যালয়ে সাক্ষ্য নিতে ঢুকল তানিয়ে তৈরি হয়েছে জল্পনা। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের দুই দারোয়ানের সাক্ষ্য নেয় পুলিস। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। প্রেসিডেন্সির এক ছাত্র এবং এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে যেভাবে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল, সেই একইভাবে প্ররোচনার অভিযোগ উঠেছে ওই দারোয়ানের বিরুদ্ধে।
প্রেসিডেন্সির ঘটনায় যে পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অভিযোগকেই কার্যত উড়িয়ে দিলেন বিভাগীয় প্রধান সৌমক রায়চৌধুরী। আজ জোড়াসাঁকো থানায় যান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত ও বিভাগীয় প্রধান সৌমক রায়চৌধুরী। মূলত পাপ্পু সিংকে গ্রেফতার করা হতে পারে কিনা তারই সত্যতা জানতে থানায় গিয়েছিলেন তাঁরা। ওসির সঙ্গে কথা বলে বেরনোর পর সৌমক রায়চৌধুরী জানান, "নিয়ম মাফিক তদন্তের জন্যই গতরাতে প্রেসিডেন্সিতে গিয়েছিল পুলিস।" এরসঙ্গে পাপ্পু সিংকে গ্রেফতারের কোনও যোগই নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

.