ধনদেবীর আরাধনা করতে গিয়ে পকেট গড়ের মাঠ আম বাঙালির
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু ধনদেবীর আরাধনা করতে রীতিমতো পকেটে টান আম আদমির। পুজোর প্রসাদের ফল হোক বা ভোগ তৈরির জন্য সবজি, সবেরই দাম আকাশ ছোঁয়া। ভোগের খিচুড়ির রান্না ডাল ছাড়া সম্ভব নয়। কিন্তু বাজারে গিয়ে সেই ডাল কিনতে রীতিমতো হাতে ছ্যাঁকা লাগার দশা। তবে তার মধ্যেও চলছে কেনাকাটা।
ওয়েব ডেস্ক : আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু ধনদেবীর আরাধনা করতে রীতিমতো পকেটে টান আম আদমির। পুজোর প্রসাদের ফল হোক বা ভোগ তৈরির জন্য সবজি, সবেরই দাম আকাশ ছোঁয়া। ভোগের খিচুড়ির রান্না ডাল ছাড়া সম্ভব নয়। কিন্তু বাজারে গিয়ে সেই ডাল কিনতে রীতিমতো হাতে ছ্যাঁকা লাগার দশা। তবে তার মধ্যেও চলছে কেনাকাটা।
চলুন একনজরে দেখে নেওয়া যাক বাজারের পরিস্থিতিটা ঠিক কীরকম?
টমেটো ৫০/কেজি
পটল ৪০-৬০/কেজি
বাঁধাকপি ৫০/কেজি
ফুলকপি ৩০/পিস
ঢ্যাঁড়শ ৬০/কেজি
গাজর ৬০/কেজি
বিন ৬০/কেজি
লঙ্কা ১০০/কেজি
ঝিঙে ৬০/কেজি
আলু ২২/কেজি
মুগডাল ১০০/কেজি
সোনা মুগ ১৬০/কেজি
ছোলার ডাল ১৪০/কেজি
অড়হড় ১৪০/কেজি