দাম কমছে জিনিসের, সস্তা হচ্ছে দেশ

Updated By: Feb 16, 2015, 11:30 PM IST
দাম কমছে জিনিসের, সস্তা হচ্ছে দেশ

জ্বালানি তেলের দাম কমায় জানুয়ারি মাসে পাইকারি মূল্য সূচকের বৃদ্ধির হার ঋণাত্মক হয়ে গেল। এক কথায় যার মানে দাঁড়াচ্ছে পাইকারি দামের হিসাবে দেশে জিনিসপত্রের দাম কমছে। জানুয়ারি মাসে হোলসেল প্রাইস ইনডেক্স নেমে গেছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্টে। যদিও, খাদ্যদ্রব্য সহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র এবং কারখানায় উত্‍পাদিত পণ্যের দাম বেড়েছে। ফলে, পাইকারি মূল্য সূচকের বৃদ্ধির হার কমে যাওয়ার সুফল মানুষের কাছে পৌছবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

পাইকারি মূল্য সূচককে মানদণ্ড হিসাবে ধরে নিয়ে বণিকমহল যদি মনে করে জিনিসের দাম কমে যাচ্ছে, তা হলে দেশে বিনিয়োগের গতি হ্রাস পাবে বলে মনে করছেন অনেকে।  ইনফ্লেশনের বদলে ডিফ্লেশনের পরিস্থিতি তৈরি হল আখেরে অর্থনীতির কোনও লাভ হবে না বলেই মনে করছেন তারা। পাইকারি মূল্য সূচকের বৃদ্ধির হার ঋণাত্মক হয়ে যাওয়ায় আসন্ন কেন্দ্রীয় বাজেটে তার কোনও প্রভাব পড়ে কিনা এখন সেদিকেই তাকিয়েই অর্থনীতিবিদরা।  

.