প্রাথমিকে শিক্ষা অবৈতনিক নয়, বিজ্ঞপ্তি সরকারের
সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে শিক্ষা কোনওভাবেই আর অবৈতনিক থাকছে না। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি সাহায্য পায় যেসব স্কুল তারা উন্নয়ন ফি বাবদ বছরে দুশো চল্লিশ টাকা নিতে পারবে।
সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে শিক্ষা কোনওভাবেই আর অবৈতনিক থাকছে না। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি সাহায্য পায় যেসব স্কুল তারা উন্নয়ন ফি বাবদ বছরে দুশো চল্লিশ টাকা নিতে পারবে। ফলে কেন্দ্রীয় শিক্ষা অধিকার আইনে যখন চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা বলা হয়েছে তখন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সরকারি স্কুলের ক্ষেত্রে প্রাথমিকে কোনও ফি দিতে হবে না ছাত্রছাত্রীদের।