বিধানসভা বয়কট, রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা, কলকাতা জুড়ে থানা ঘেরাও, বিভিন্নভাবে প্রতিবাদে সরব বামেরা

বিধানসভা বয়কট, রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা, কলকাতা জুড়ে থানা ঘেরাও। সাম্প্রতিক জ্বলন্ত ইস্যুগুলিতে পথে নেমে প্রতিবাদে সরব হল বামেরা। রাজ্যের মানুষের আস্থা ফেরাতে বামেদের তরফে নেওয়া হয়েছে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি। সারদা কেলেঙ্কারীর তদন্তের দাবি জানাতে গিয়ে বৃহস্পতিবার বিধাননগর কমিশারেটে আক্রান্ত হন শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, পিডিএস নেতা সমীর পূততুন্ড, কংগ্রেস নেতা সুখবিলাস বর্মারা। তাকে সামনে রেখেই গা ঝাড়া দিয়ে রাস্তায় নামতে চাইছে বামেরা। বৃহস্পতিবারই সে কথা স্পষ্ট করে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবরা।

Updated By: Nov 29, 2013, 10:18 PM IST

বিধানসভা বয়কট, রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা, কলকাতা জুড়ে থানা ঘেরাও। সাম্প্রতিক জ্বলন্ত ইস্যুগুলিতে পথে নেমে প্রতিবাদে সরব হল বামেরা। রাজ্যের মানুষের আস্থা ফেরাতে বামেদের তরফে নেওয়া হয়েছে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি। সারদা কেলেঙ্কারীর তদন্তের দাবি জানাতে গিয়ে বৃহস্পতিবার বিধাননগর কমিশারেটে আক্রান্ত হন শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, পিডিএস নেতা সমীর পূততুন্ড, কংগ্রেস নেতা সুখবিলাস বর্মারা। তাকে সামনে রেখেই গা ঝাড়া দিয়ে রাস্তায় নামতে চাইছে বামেরা। বৃহস্পতিবারই সে কথা স্পষ্ট করে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবরা।

শুক্রবারই রানি রাসমণি রোড আর বিধানসভায় দেখা গেল সেই ছবি। আলোচনার দাবি খারিজ ও মুখ্যমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে ওয়াক আউট করলেন বামেরা।

রানি রাসমণী রোডে বামফ্রন্টের বিক্ষোভ অবস্থানেও নেতাদের সুর যথেষ্ট চড়া।

শুক্রবার বিকেলে কলকাতার সমস্ত থানা ঘেরাও করে বামেরা।
সারদা ইস্যুতে আন্দোলনের ধার আরও বাড়াতে শনিবার বিকেলেই বিধাননগর কমিশনারেটে বিক্ষোভ দেখাবে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বৃহস্পতিবার আক্রান্ত বিশিষ্টদের।

.