নিজস্ব প্রতিবেদন: মুষলধারে বৃষ্টিতে কলকাতা জলে থই থই। রাস্তায় যানজট। তবে এখানেই শেষ হচ্ছে না ভোগান্তি। রাত ১০টা থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত ১০টা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় স্থানীয়ভাবে উল্লম্ব মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। 



বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। তবে উত্তর ২৪ পরগনার বারাসত ও বনগাঁ মহকুমায় বৃষ্টির তীব্রতা কম থাকবে। আগামিকাল সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তারপর বৃষ্টিতে রাশ টানবে।  


নাগাড়ে বৃষ্টির জেরে নিচু এলাকায় জমতে পারে জল। ফলে আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শুধু এক বিকেলেই বৃষ্টি হয়েছে প্রায় ১০০ মিলিমিটার।


আরও পড়ুন- এক বিকেলে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি, থইথই কলকাতা, ভাসছে শহরতলিও