সরকারকে চরম পত্র রেশন ডিলার দের

বারোই ডিসেম্বর গণপদত্যাগের হুমকি দিলেন রেশন ডিলাররা। খাদ্যভবনের সামনে অনশনেও বসবেন তাঁরা। চোদ্দই নভেম্বর ছয় দফা দাবি নিয়ে রাজ্যসরকারকে চরমপত্র দিয়েছে রাজ্যের রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার হোলসেলার, কেরোসিন ডিলারদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরাম।

Updated By: Nov 23, 2011, 11:06 PM IST

বারোই ডিসেম্বর গণপদত্যাগের হুমকি দিলেন রেশন ডিলাররা। খাদ্যভবনের সামনে অনশনেও বসবেন তাঁরা। চোদ্দই নভেম্বর ছয় দফা দাবি নিয়ে রাজ্যসরকারকে চরমপত্র দিয়েছে রাজ্যের রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার হোলসেলার, কেরোসিন ডিলারদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরাম। দাবি মানা না হলে গণপদত্যাগের পথে পা বাড়াবেন বলে জানিয়েছে জয়েন্ট ফোরাম। সকলের জন্য রেশন, খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী চাল, গম সরাবরাহ, নিম্নমানের চাল-গম সরবরাহ বন্ধ, কলকাতা-বিধাননগরের পরিমাপে সর্বত্র কেরোসিন বন্টন ব্যবস্থা চালু, কমিশন বৃদ্ধি , ডিলারদের ওপর প্রশাসনিক দায়ভার চাপান বন্ধ করা। এই ছয় দফা দাবিতে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, খাদ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে ইতিমধ্যেই দাবি সনদ পাঠিয়েছেন জয়েন্ট ফোরাম ফর পি়ডিএস ডিলারস অ্যান্ড ডিস্ট্রিবিউটারস। সংগঠনের দাবি, গণবন্টন ব্যবস্থা চালু রাখতে মানা হোক এই সমস্ত দাবি। তা না হলে গণপদত্যাগ ও অনশন কর্মসূচিতে অনড় থাকবে সংগঠন। প্রায় ছাপান্ন হাজার রেশন দোকানের ডিলার বা কর্মচারীরা গণপদত্যাগে সামিল হলে ভেঙে পড়তে পারে রাজ্যের রেশন ব্যবস্থা। সংগঠনের দাবি, মানুষের স্বার্থেই সকলের জন্য রেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁদের এই আন্দোলন।

.