মুখ্যমন্ত্রীর রাজধানী-প্রস্তাব প্রসঙ্গে 'ভেবে দেখা যেতে পারে' বললেন শীর্ষেন্দু; 'বাস্তবসম্মত নয়' মত ইতিহাসবিদদের

মুখ্যমন্ত্রীর মন্তব্য মোদী-সরকারের দিল্লিকেন্দ্রিকতার বিরুদ্ধে, মত শহরবাসীর একাংশের।

Updated By: Jan 23, 2021, 06:12 PM IST
মুখ্যমন্ত্রীর রাজধানী-প্রস্তাব প্রসঙ্গে 'ভেবে দেখা যেতে পারে' বললেন শীর্ষেন্দু; 'বাস্তবসম্মত নয়' মত ইতিহাসবিদদের

নিজস্ব প্রতিবেদন: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর উদযাপন অনুষ্ঠানে শনিবার কথাপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের চার শহরে চারটি রাজধানী স্থাপনের দাবি তোলেন। 

এ নিয়ে নানা মত শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। এ নিয়ে মত প্রকাশ করেছেন এ শহরের বুদ্ধিজীবীরাও। কেউ একে সমর্থন করছেন। কেউ বলছেন বাস্তবে এটা অসম্ভব।

এদিন নেতাজি জন্মজয়ন্তীতে (Subhas Chandra Bose) শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী (mamata banerjee)। মিছিলের শেষে বক্তৃতা করেন। সেখানেই মমতা এই দাবি তোলেন। বলেন, 'ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক।' কলকাতায় (kolkata) রাজধানী করার দাবি করেন। প্রশ্ন তোলেন, কেন দিল্লি (delhi) থেকেই সমস্ত কাজ হবে? শহরের রাজনৈতিক মহলের একাংশের মত, মুখ্যমন্ত্রীর এই 'আক্রমণ' আসলে মোদী (narendra modi) সরকারের 'দিল্লিকেন্দ্রিকতা'র বিরুদ্ধেই।

মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে কী বলছেন শহরের বিশিষ্টেরা? 

প্রবীণ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় জানান, 'এটা অবাস্তব এবং হাস্যকর প্রস্তাব। পৃথিবীর সব দেশেই একাধিক নয়, একটি করেই রাজধানী। এই ক্ষেত্রে পরিবর্তন আনা অসম্ভব। রাজধানীর যে পরিকাঠামো দরকার সেটি এখন দিল্লিতেই রয়েছে। চার জায়গায় রাজধানী করতে হলে অন্য তিনটি শহরেও সেই একই পরিকাঠামো গড়ে তুলতে হবে। সেটা কঠিন। তাছাড়া সংবিধানে 'ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি' হিসেবে দিল্লিরই উল্লেখ আছে। সেটাও ভেবে দেখতে হবে।'

বিশিষ্ট কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত অবশ্য একটু আলাদা। তিনি বলেন, 'প্রস্তাবটি অভিনব। এটা কোনও ভাবে সম্ভব কিনা তা আমি জানি না। তবে হলে ভাল হয়। এতে একটা শহরের ওপর চাপ কমে। এবং বাকি শহরগুলির গুরুত্বও বাড়ে।'  

Also Read: ভিডিয়ো: নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ায় Modi-Mamata, সঙ্গে Dhankhar

এ শহরের আর এক ইতিহাসবিদ রজতকান্ত রায়ের মন্তব্য, 'প্রকৃত প্রস্তাবে এটা সম্ভব নয়। ব্রিটিশ আমলে কলকাতায় রাজধানী ছিল। পরে সেখান থেকে দিল্লি এবং ক্রমে তা নয়া দিল্লিতে চলে গিয়েছে। তবে এখন যদি রাজধানী বদলের কথা ভাবাই হয়, আমি বলব, সেক্ষেত্রে নাগপুর অনেক উপযুক্ত। শহরটি দেশের কেন্দ্রে অবস্থিত। কলকাতা বা দিল্লির চেয়ে সেখান থেকে দেশ শাসন করা সুবিধাজনক। তবে, চার জায়গায় রাজধানী করলে সরকার চলবে না।' 

দেখা যাচ্ছে, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে নানা মত উঠে আসছে। হয়তো আগামী দিনে বিষয়টি নিয়ে আরও চর্চা, আরও বিতর্ক হবে। বেরিয়ে আসবে আরও নতুন নতুন দৃষ্টিভঙ্গি।

Also Read: দিল্লিতে সবাই বহিরাগত, কলকাতাকে দেশের অন্যতম রাজধানী করা হোক: Mamata

.