সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দু'দিনের বৃষ্টি

ভরা বসন্তে বর্ষার রেকর্ড। গোটা শীতকালে ঠাণ্ডা প্রায় পড়েনি বললেই চলে। এবার বসন্ততে রেকর্ড করে বসল কিনা বৃষ্টি! সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দুদিনের বৃষ্টি। সাধারণত মার্চে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই রেকর্ড ছাপিয়ে এই দুদিনে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। জোড়া ঘূর্ণাবর্ত ছিল।

Updated By: Mar 10, 2017, 09:43 AM IST
সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দু'দিনের বৃষ্টি

ওয়েব ডেস্ক: ভরা বসন্তে বর্ষার রেকর্ড। গোটা শীতকালে ঠাণ্ডা প্রায় পড়েনি বললেই চলে। এবার বসন্ততে রেকর্ড করে বসল কিনা বৃষ্টি! সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে দুদিনের বৃষ্টি। সাধারণত মার্চে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই রেকর্ড ছাপিয়ে এই দুদিনে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। জোড়া ঘূর্ণাবর্ত ছিল।

আরও পড়ুন প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগে অবরোধ করে গ্রেফতার হয়ে মুচলেকা দিয়ে জামিন নিলেন না SFI-DYFI-এর বিক্ষোভকারীরা

তার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। এই ত্রিফলায় এখনও দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দোলের দিন থেকে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির।

আরও পড়ুন সল্টলেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

.