আশ্চর্য প্রেম! স্ত্রীর স্মৃতি ফেরাতে ৫৫ তম বিবাহবার্ষিকীতে ফের মালাবদল
উলুধ্বনি সহযোগে শুধু মালাবদল নয়, ছিল জম্পেশ খাওয়াদাওয়ার ব্যবস্থাও।
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ১৫ বছর ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত স্ত্রী। বিস্মৃতির আড়ালে হারিয়েছে সবকিছু। স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে সবকিছুই করতে হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বামীকে। কিন্তু কোনওদিনের জন্য স্ত্রীর প্রতি ভালোবাসায় এতটুকু কমতি পড়েনি। স্ত্রীর স্মৃতি ফেরাতে ৫৫ তম বিবাহবার্ষিকীতে আবারও তাঁর সঙ্গেই মালাবদল সারলেন স্বামী।
৫৫ বছর আগে প্রেম করেই বিয়ে হয়েছিল পেশায় অধ্যাপক পবিত্র চিত্র নন্দী ও চিকিত্সক গীতা দেবীর। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ অনেকগুলি বছর। একসঙ্গে পথ চলা। একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। কিন্তু ১৫ বছর আগে হঠাত্ তাল কাটে সেই সুখের সংসারের। ডিমেনশিয়ায় আক্রান্ত হন গীতা দেবী। ধীরে ধীরে ভুলতে শুরু করেন সবকিছু। গত ১৫ বছর ধরেই অসুস্থ গীতা দেবী। ঝাপসা হয়ে গেছে সব স্মৃতি। কিন্তু কোনওদিনের অসুস্থ স্ত্রীকে ছেড়ে যাননি স্বামী পবিত্র চিত্র নন্দী।
আরও পড়ুন, হোটেলে রাত্রিযাপনে জোড়া লাগল 'ভেঙে যাওয়া' দাম্পত্য
স্ত্রীর স্মৃতি ফেরানো চেষ্টায় ৫৫ তম বিবাহবার্ষিকীতে আবার তাই গীতা দেবীর সঙ্গেই মালাবদল করলেন পবিত্র নন্দী। উলুধ্বনি সহযোগে শুধু মালাবদল নয়, ছিল জম্পেশ খাওয়াদাওয়ার ব্যবস্থাও। দেখুন সেই বিয়ে...
আরও পড়ুন, পর্যটনে চমক, বাঙালি বিয়েতে অংশ নেবেন বিদেশি পর্যটকরাও!