রাজ্যের কোন সেতুর স্বাস্থ্য কেমন? RITES-এর রিপোর্ট

রাজ্যের কোন সেতুর স্বাস্থ্য কেমন? পোস্তা উড়ালপুলের বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসে সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই সবকটি সেতু, উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। KMDA-এর অধীনে থাকা ১৮ টি উড়ালপুলের হাল হকিকত খতিয়ে দেখে RITES। RITES-এর অনুযায়ী ৭টি উড়ালপুলের সংস্কারের প্রয়োজন নেই। ৮টি উড়ালপুলের সামান্য সংস্কার প্রয়োজন। এবং ৩ টি উড়ালপুলের ভালমতো সংস্কার প্রয়োজন।

Updated By: Mar 31, 2017, 04:09 PM IST
রাজ্যের কোন সেতুর স্বাস্থ্য কেমন? RITES-এর রিপোর্ট

ওয়েব ডেস্ক : রাজ্যের কোন সেতুর স্বাস্থ্য কেমন? পোস্তা উড়ালপুলের বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসে সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই সবকটি সেতু, উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। KMDA-এর অধীনে থাকা ১৮ টি উড়ালপুলের হাল হকিকত খতিয়ে দেখে RITES। RITES-এর অনুযায়ী ৭টি উড়ালপুলের সংস্কারের প্রয়োজন নেই। ৮টি উড়ালপুলের সামান্য সংস্কার প্রয়োজন। এবং ৩ টি উড়ালপুলের ভালমতো সংস্কার প্রয়োজন।

মা ফ্লাইওভার, দুর্গাপুর ব্রিজ, করুণাময়ী ব্রিজ(টালিগঞ্জ), যাদবপুর থানা ব্রিজ, মেট্রোপলিটন ব্রিজ, উল্টোডাঙা ফ্লাইওভার এবং নবদিগন্ত ফ্লাইওভারের সংস্কারের প্রয়োজন নেই। সামান্য সংস্কার প্রয়োজন এমন ব্রিজগুলি হল চিংড়িঘাটা ফ্লাইওভার, শিয়ালদহ ফ্লাইওভার, বঙ্কিম সেতু, মানিকতলা সেতু, কালিকাপুর ব্রিজ, মন্দিরপাড়া ব্রিজ, সোনারপুর ROB এবং লস্করহাট ব্রিজ। ভালো মতো সংস্কার প্রয়োজন এমন সেতুগুলি হল গজনবি ব্রিজ, চন্দননগর ফ্লাইওভার এবং মানিকতলা ক্যানাল সেতু।

আরও পড়ুন, শহরের গুরুত্বপূর্ণ দুটি ব্রিজে 'ভয়াবহ অসুখ'!

.