রোজভ্যালির সঙ্গে LIC-র চুক্তি নিয়ে এবার তদন্ত শুরু সিবিআইয়ের

রোজভ্যালির সঙ্গে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের চুক্তি নিয়ে ইডির পাশাপাশি এবার তদন্ত শুরু করল সিবিআইও। চুক্তি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে এলআইসি কর্তাদের নোটিস পাঠাল সিবিআই। রোজভ্যালির সঙ্গে তাঁদের কী চুক্তি হয়েছিল, কেনই না তা বাতিল করা হয়, আর্থিক লেনদেনেরই বা পরিমাণ কত, তা জানতে এলআইসি কর্তৃপক্ষকে নোটিস দিয়েছে সিবিআই। প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়েছে।

Updated By: Apr 1, 2015, 05:21 PM IST
রোজভ্যালির সঙ্গে LIC-র চুক্তি নিয়ে এবার তদন্ত শুরু সিবিআইয়ের

ওয়েব ডেস্ক: রোজভ্যালির সঙ্গে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের চুক্তি নিয়ে ইডির পাশাপাশি এবার তদন্ত শুরু করল সিবিআইও। চুক্তি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে এলআইসি কর্তাদের নোটিস পাঠাল সিবিআই। রোজভ্যালির সঙ্গে তাঁদের কী চুক্তি হয়েছিল, কেনই না তা বাতিল করা হয়, আর্থিক লেনদেনেরই বা পরিমাণ কত, তা জানতে এলআইসি কর্তৃপক্ষকে নোটিস দিয়েছে সিবিআই। প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়েছে।

এদিকে, রোজভ্যালির বেআইনি ডিবেঞ্চারের টাকা কোথায় গেল, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র পেল না এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ, এই টাকা রোজভ্যালি কর্তৃপক্ষ লগ্নি করেছিল তাঁদের মন্দারমণির রিসোর্টে। ডিবেঞ্চার নিয়ে সেবি প্রশ্ন তুলতেই রোজভ্যালি তাদের আশীর্বাদ স্কিমের টাকা থেকে ডিবেঞ্চারের টাকা মিটিয়ে দেয়। তদন্তে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।

.