একাধিক সন্দেহভাজনকে এদেশে ঢুকিয়েছে সাহাদাত, থাকতে পারে জঙ্গিরাও
তনভির ও রিয়াজুলকেই নয়, আরও একাধিক সন্দেহভাজনকে এদেশে অনুপ্রবেশ করিয়েছিল সাহদাত। আল কায়দা যোগে তাকে শিয়ালদহের জগত্ সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিএফ।
নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ চত্বর থেকে আল কায়দা যোগে ধৃত সাহাদাতকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে একাধিক সন্দেহভাজনকে অনুপ্রবেশ করিয়েছে বাংলাদেশি নাগরিক সাহাদাত। তাদের মধ্যে বহু জঙ্গিও থাকতে পারে বলেও আশঙ্কা পুলিসের।
আল কায়দা যোগে শুক্রবার শিয়ালদহে জগত্ সিনেমা হলের কাছ থেকে সাহাদাতকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিফ। ধৃত ২ আল কায়দা জঙ্গি তনভির ও রিয়াজুলকে জেরা করে তার খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। সাহাদাতকে প্রাথমিক জেরা করে জানা গিয়েছে, একাধিক সন্দেহভাজনকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকিয়েছে সাহাদাত। মাত্র ৫ হাজার টাকায় সীমান্ত পারাপার করাত সে।
আরও পড়ুন- আল কায়দা যোগে শিয়ালদহ থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
রিয়াজুল ও তনভির ছাড়া অনুপ্রবেশকারীদের মধ্যে কত জন জঙ্গি আছে, তারা কোথায় ছড়িয়ে রয়েছে, সাহাদাতকে জেরা করে এসম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা। এদিকে, সাহাদাত ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।