নিজস্ব প্রতিবেদন : সল্টলেক সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া কলেজে ছাত্র সংঘর্ষ। দ্বিতীয় বর্ষের ছাত্রের সাথে চতুর্থ বর্ষের ছাত্রদের বিবাদ। ভয় দেখিয়ে ছাত্রছাত্রীকে আটকে রাখার অভিযোগ পড়ুয়াদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়া কলেজের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা সকাল থেকে এদিন ধর্মঘট করে। চাকরির কোনও ব্যবস্থা করছে না কলেজ কর্তৃপক্ষ। কোনও ক্যাম্পাসিং হচ্ছে না। এই অভিযোগে ক্লাস বন্ধ করে দিয়েছিল পড়ুয়ারা। এখন চতুর্থ বর্ষের পড়ুয়ারা ধর্মঘট করায়, তাঁরা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কাছে সাহায্য চায়। ধর্মঘটে সামিল হওয়ার জন্য। 


তাতে আপত্তি জানায় দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। এরপরই দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক গন্ডগোল বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। এই ঘটনায়  ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।


আরও পড়ুন, SSC Case: শান্তি প্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI, মত কলকাতা হাইকোর্টের


কয়লা পাচারকাণ্ড: ED-র ৪ অফিসারকে কন্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ আদালতের