কয়লা পাচারকাণ্ড: ED-র ৪ অফিসারকে কন্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ আদালতের
দিল্লিতে কলকাতা পুলিসের ওই তলবের বিরুদ্ধে ফের ইডি দিল্লি হাইকোর্টে আবেদন করে
নিজস্ব প্রতিবেদন: ইডির বিরুদ্ধে হওয়া মামলায় কলকাতা পুলিসের আবেদন মঞ্জুর করল আলিপুর আদালত। ইডির জয়েন্ট ডিরেক্টর-সহ ৪ অফিসারের ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করেছিল কলকাতা পুলিস। তাতেই সবুজ সংকেত দিল আদালত। শুধু তাই নয় আদালতের নির্দেশ, ৭ দিনের মধ্যে ইডিকে জানাতে হবে কবে তাদের ওইসব অফিসার তাদের ভয়েস স্যাম্পেল জমা দিতে পারবেন।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় এক সাক্ষীর সঙ্গে কয়েকজন ইডি অফিসারের একটি অডিয়ো টেপ সামনে আসে। সেখানে রাজ্যের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছিল। তারপরই ওই নেতা কালীঘাট থানায় ইডির অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করেন। এনিয়ে তদন্তে নামে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। গত বছরই ওই ৪ জনকে নোটিস দেয় কলকাতা পুলিস।
এদিকে, কলকাতা পুলিসের সেই নোটিসে হাজিরা দেননি ইডি-র অফিসাররা। বরং কলকাতা পুলিসের এক্তিয়ারের প্রশ্ন তুলে ওইসব অফিসাররা মামলা করেন দিল্লি হাইকোর্টে। দিল্লির আদালতে তাঁরা আবেদন জানান, তাদের যেন কলকাতার ডাকা না হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এরপরই গত ২১ মার্চ যেদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডি দিল্লিতে তলব করে সেই দিনই অভিযুক্ত ওইসব ইডি অফিসারকে দিল্লির বঙ্গভবনে তলব করে কলকাতা পুলিস। কিন্তু সেদিন তাঁরা আসেননি।
অন্যদিকে, দিল্লিতে কলকাতা পুলিসের ওই তলবের বিরুদ্ধে ফের ইডি দিল্লি হাইকোর্টে আবেদন করে। কলকাতা পুলিসের ওই নোটিসে উপরে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। আগামী ১৮ মে এনিয়ে ফের শুনানি। তবে তদন্তের উপরে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। এরপরই আলিপুর আদালতে ওই ৪ ইডি অফিসারের ভয়েস স্যাম্পেল টেস্টের আবেদন করে কলকাতা পুলিস।
আরও পড়ুন-Chuchura: টানা ১৪ বছর ছিলেন অন্য মহিলার সঙ্গে, নদিয়া থেকে এসে হাতেনাতে ধরলেন স্ত্রী