Sambit Patra: কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন, মমতা-রাহুলকে আক্রমণ বিজেপি নেতা সম্বিত পাত্রর
সম্বিত পাত্র প্রশ্ন করেন, রাহুল গান্ধী কি এই আচরণে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? তিনি বলেন দেখে আশ্চর্য লাগছে, সোমবার গুজরাটে রাহুল গান্ধী আগুনে ঘৃতাহুতি করতে যাচ্ছেন। সাংবাদিক সম্মেলন থেকে সম্বিত পাত্র মনে করিয়ে দেন, রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে রাফাল মামলায় হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছিলেন। মানুষ সব দেখছে।
অয়ন ঘোষাল: সোমবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। সাংবাদিক সম্মেলন থেকে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাত্র বলেন, ‘২৩ মার্চ সুরাতের আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে, ওবিসি সমাজকে অপমান করার জন্য সাজা দিয়েছিল। সেই কারণেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। রাহুল গান্ধী এবং তাঁর ঘনিষ্ঠরা সোমবার সুরাত যাচ্ছেন। অশান্তি করতে যাচ্ছেন বলে আমাদের অনুমান। আমাদের প্রশ্ন, আপনি ওবিসি নিয়ে যা বলেছেন, তার পরেও পরিবারের লোক ও কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে চাপ তৈরি করতে যাচ্ছেন?’
সম্বিত পাত্র আরও প্রশ্ন করেন, ‘রাহুল গান্ধী কি এই আচরণে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? তিনি বলেন দেখে আশ্চর্য লাগছে, সোমবার গুজরাটে রাহুল গান্ধী আগুনে ঘৃতাহুতি করতে যাচ্ছেন। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে যাচ্ছেন। আদালত রাহুলকে সুযোগ দিয়েছিল ক্ষমা চাইবার। উনি বলেছিলেন, আমি রাহুল, আমি ক্ষমা চাইনা। এত ঔদ্ধত্য?’
সাংবাদিক সম্মেলন থেকে সম্বিত পাত্র মনে করিয়ে দেন, ‘যেমন আপনি সুপ্রিম কোর্টে রাফাল মামলায় হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছিলেন। মানুষ সব দেখছে।‘ রাহুল গান্ধীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘ভারতীয় বিচার ব্যবস্থায় আপনার আস্থা নেই কেন? ভারতের বিচার ব্যবস্থাকে আপনি সম্মান করেন না।‘
আরও পড়ুন: Dilip Ghosh: 'খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে ৫০-১০০ লোক', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের
তিনি আরও বলেন, কংগ্রেস দলের অর্ডারসিটি দেখুন। রাহুলের এজেন্ট বিদেশে গিয়ে রাহুল ইস্যুতে কি সব বিবৃতি দিচ্ছে দেখুন। গান্ধী পরিবারের জন্য দেশে আলাদা আইন হবে কেন? মানে আপামর দেশবাসি দ্বিতীয় শ্রেণীর নাগরিক?’
তিনি কংগ্রেসের বিরুদ্ধে ডবল স্ট্যান্ডার্ডের অভিযোগ করেন, তিনি বলেন, ‘কংগ্রেসের ভিতরে কিরকম ডাবল স্ট্যান্ডার্ড দেখুন। পি ভি নরসিমা রাও তিন দিনের জন্য জেলে গিয়েছিলেন। গান্ধী পরিবারের কেউ প্রতিবাদ জানিয়েছিল? পথে নেমেছিল?’
আরও পড়ুন: Babul Supriyo: 'মাফিয়ার পুরোটা দলটাই দিলীপ ঘোষ দাদার হাত ধরে বিজেপিতে যোগদান করে'
কর্নাটকের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘ডি কে শিবকুমার, এদের কর্নাটকের নেতা। ইডির কেস চলছে। কোনও প্রতিবাদ নেই। রাহুলের ক্ষেত্রে আছে। কারণ সেই গান্ধী পরিবার।‘
পাত্র বলেন, ‘দেশ বদলেছে। আদিবাসী রাষ্ট্রপতি। ওবিসি প্রধানমন্ত্রী। ক্যাবিনেটে একগুচ্ছ ওবিসি মন্ত্রী।‘ এক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সম্বিত পাত্র বলেন, ‘মমতা সকালে যা বলেন, দুপুরে যা বলেন, বিকেলে তা বলেন না। সকালে রাহুল গান্ধীর কাছে ফুলের বোকে নিয়ে যান। বিকেলে বলেন, রাহুলের দ্বারা হবে না।‘