কুণালের `ফাঁস করা অভিযুক্ত` ১২ জনকে গ্রেফতারের দাবি কংগ্রেসের, সিবিআই তদন্তে সরব বামফ্রন্ট
সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল সাংসদের নাম যেভাবে জড়িয়ে গিয়েছে, তাতে একমাত্র সিবিআই তদন্তই সত্য সামনে আনতে পারে। রবিবার দিল্লিতে একথা বলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি বামেরা প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছে। এই দাবি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও দারস্থ হয়েছে বামেরা।
সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল সাংসদের নাম যেভাবে জড়িয়ে গিয়েছে, তাতে একমাত্র সিবিআই তদন্তই সত্য সামনে আনতে পারে। রবিবার দিল্লিতে একথা বলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি বামেরা প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছে। এই দাবি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও দারস্থ হয়েছে বামেরা।
সত্যকে আড়াল করার জন্যই কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। প্রকৃত সত্য জানার জন্য ঘটনার ফের সিবিআই তদন্ত দাবি করেছে সিপিআইএম। কী কারণে কুণাল ঘোষকে তৃণমূল সাংসদ বানিয়েছে সেই প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম।
ধৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষ গতকালই মুখ্যমন্ত্রী সহ বারো জনের নাম প্রকাশ করেন ফেসবুকে। এদের গ্রেফতারের দাবিতে সরব হল কংগ্রেস। আজ ট্রায়াঙ্গুলার পার্কে পথ অবরোধ করে কংগ্রেস সেবাদল। দাবি করেন ফেসবুকে যাদের নাম প্রকাশ করেছেন কুণাল দ্রুত প্রত্যেককে গ্রেফতার করতে হবে।