সারদা মামলার শুনানি আরও শ্লথ

সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলার শুনানি ফের অনেকটাই পিছিয়ে গেল। গ্রীষ্মের ছুটির পর আগামি ৫ জুন এই মামলার দিন ধার্য হয়েছে। সুদীপ্ত সেন হলফনামায় জানিয়েছেন সিবিআই তদন্তের দরকার নেই। আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করে রাজ্যের দাবি, এই মূহুর্তে কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই।

Updated By: May 16, 2013, 09:14 PM IST

সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলার শুনানি ফের অনেকটাই পিছিয়ে গেল। গ্রীষ্মের ছুটির পর আগামি ৫ জুন এই মামলার দিন ধার্য হয়েছে। সুদীপ্ত সেন হলফনামায় জানিয়েছেন সিবিআই তদন্তের দরকার নেই। আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করে রাজ্যের দাবি, এই মূহুর্তে কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই।
বৃহস্পতিবার বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি শুরু হয় সারদার কাণ্ডের জনস্বার্থ মামলার। সুদীপ্ত সেন তাঁর জমা দেওয়া হলফনামায় দাবি করেন, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকারের আইনজীবী বৃহস্পতিবার জানান, সারদাকাণ্ডে তদন্ত অনেক দূর এগিয়েছে। সে কারণে এখনই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রয়োজন নেই।
সিবিআই অবশ্য তাদের হলফনামায় জানিয়েছে, ওড়িশায় তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অন্যদিকে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টকে বিধননগর পুলিস নথি দিচ্ছে না বলে তাদের আইনজীবী বৃহস্পতিবার অভিযোগ করেন। এরপরও সিবিআই তদন্তের আবেদনকারী এক আইনজীবী আদালতকে নির্দেশ দেওয়ার জন্য বারবার আবেদন করতে থাকেন। আদালত জানিয়ে দেয় এই অবস্থায় কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। আগামী ৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ইতিমধ্যে সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। 
 
আইনজীবীদের বিভিন্ন আবেদনের কারণে সারদা মামলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলে আইনজীবীদেরই একাংশ অভিযোগ করেছেন।
 

.