সন্তোষপুরের ছায়া সরশুনায়, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

সন্তোষপুর স্কুল কাণ্ডের সংক্রমণের প্রতিরোধে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ।  পাশের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পাল্টা দাওয়াই দিলেন এলাকার বাসিন্দারা। সরশুনার শিবরামপুর ননীলাল হাইস্কুলে এবছর উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বাইশজন ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয়। আজ সকালে স্কুলে হাজির হয় অকৃতকার্য ছাত্রছাত্রীরা। স্কুলের কাছে দাবি ছিল, অবিলম্বে তাদের পাস করানো হোক। প্রধান শিক্ষক জানিয়ে দেন, পাস করানো কোনওমতেই  সম্ভব নয়। এর পরেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই ছাত্র-ছাত্রীরা। 

Updated By: Dec 21, 2012, 10:00 PM IST

সন্তোষপুর স্কুল কাণ্ডের সংক্রমণের প্রতিরোধে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ।  পাশের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পাল্টা দাওয়াই দিলেন এলাকার বাসিন্দারা। সরশুনার শিবরামপুর ননীলাল হাইস্কুলে এবছর উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বাইশজন ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয়। আজ সকালে স্কুলে হাজির হয় অকৃতকার্য ছাত্রছাত্রীরা। স্কুলের কাছে দাবি ছিল, অবিলম্বে তাদের পাস করানো হোক। প্রধান শিক্ষক জানিয়ে দেন, পাস করানো কোনওমতেই  সম্ভব নয়। এর পরেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই ছাত্র-ছাত্রীরা। 
বিক্ষোভ দীর্ঘক্ষণ চলতে থাকায় আসরে নামেন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করা হয়। এরপরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অকৃতকার্য ছাত্র ছাত্রীরা বেশ কিছু বহিরাগত যুবককে সঙ্গে নিয়ে এলাকাবাসীর উপর চড়াও হয় বলে অভিযোগ। পাল্টা মারধর শুরু করেন স্থানীয় বাসিন্দারাও। লাঠি, বাঁশ রড দিয়ে বহিরাগত যুবকদের মারধর করা হয়। দুপক্ষের গন্ডগোলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় অকৃতকার্য ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয ঠাকুরপুকুর থানার পুলিস।

.