করোনা পরিস্থিতিতেও ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ স্যাটের

গত কয়েক বছর ধরে বকেয়া রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। 

Updated By: Sep 23, 2020, 06:33 PM IST
করোনা পরিস্থিতিতেও ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ স্যাটের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অস্বস্তি বাড়ল পশ্চিমবঙ্গ সরকারের। বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বেঁধে দিল স্যাট। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নবান্নকে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিল রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাট। রাজ্য সরকার ডিএ না মেটালে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। 

গত কয়েক বছর ধরে বকেয়া রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এনিয়ে বারবার সরকারের কাছে আবেদন করেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। গতবছর ২৬ জুলাই স্যাট নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি হারে রাজ্যের কর্মীদের ডিএ দিতে হবে। ওই রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। নবান্নের আর্জি খারিজ হয়ে যায় স্যাটে। বহাল থাকে ২০১৯ সালের রায়।        

স্যাটের নির্দেশ রাজ্য সরকার কার্যকর না করায় আদালত অবমাননার মামলা দায়ের করে কর্মচারী সংগঠনগুলি। বুধবার ওই মামলার ভার্চুয়াল শুনানিতে স্যাট নির্দেশ দেয়, ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। 

করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার কি আদৌ নির্দেশ মানবে, সে নিয়ে সংশয়ে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রাজ্য সরকার আদালতে যেতে পারে বলে মনে করছে তারা। এমতাবস্থায় কোমর বাঁধছে কর্মচারী সংগঠনগুলিও। বলে রাখি, গত জানুয়ারি ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের কর্মচারী সংগঠনগুলির দাবি, ওই বৃদ্ধির জেরে বকেয়া ডিএ দাঁড়িয়েছে ২১ শতাংশে।     

আরও পড়ুন- দশম ও দ্বাদশের প্রথম স্থানাধিকারীদের গাড়ি উপহার শিক্ষামন্ত্রীর!   
               

.