Partha Chatterjee Arrest: হাসপাতাল ঘুরে ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়, কোর্টে হাজির ২০-২৫ আইনজীবী
পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতের সিএমএম-এর এজলাশে হাজির করা হবে। বর্তমানে তাঁকে সিএমএম এলজাশের লকআপে রাখা হয়েছে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করছেন তাঁর আইনজীবীরা। কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল সেই সব বিষয় খতিয়ে দেখবেন তাঁরা এবং এরপরেই আদালতে তাঁর হয়ে জোর সওয়াল করবেন বলে মনে করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতাল থেকে সোজা নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে হাজির হয়েছেন প্রায় ২০ থেকে ২৫ জন আইনজীবী। তাঁদের দাবি। অ্যারেস্ট মেমো এবং সিজার লিস্ট দেওয়া হয়নি তাঁদের।
পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতের সিএমএম-এর এজলাশে হাজির করা হবে। বর্তমানে তাঁকে সিএমএম এলজাশের লকআপে রাখা হয়েছে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করছেন তাঁর আইনজীবীরা। কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল সেই সব বিষয় খতিয়ে দেখবেন তাঁরা এবং এরপরেই আদালতে তাঁর হয়ে জোর সওয়াল করবেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার দাবি জানাবে ইডি এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে।
টানা ২৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শেষপর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যাকে গ্রেফতার করল ইডি (ED)। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফে। আর এই ঘটনায় তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে সরাসরি আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
একই সঙ্গে তাঁকে আক্রমণ করেছেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর সুরে তিনিও এই ঘটনাকে হিমশৈলের চূড়া বলে বর্ননা করেন। তাঁর দাবি অল্প একটু সামনে এসেছে। হাজার হাজার কোটির দুর্নীতি হয়েছে এবং নেতা মন্ত্রী সহ বহু নেতা এতে যুক্ত রয়েছেন বলেও দাবি করেন তিনি।