Kolkata Accident: মর্মান্তিক! বহুতলের স্বয়ংক্রিয় গেট ভেঙে মৃত্যু নিরাপত্তারক্ষীর...
কীভাবে ভেঙে পড়ল লোহার গেট? বহুতল আবাসনটি রক্ষণাবেক্ষণ দায়িত্ব যাঁদের, সেইসব কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে বেহালা থানার পুলিস। এলাকায় শোকের ছায়া।
![Kolkata Accident: মর্মান্তিক! বহুতলের স্বয়ংক্রিয় গেট ভেঙে মৃত্যু নিরাপত্তারক্ষীর... Kolkata Accident: মর্মান্তিক! বহুতলের স্বয়ংক্রিয় গেট ভেঙে মৃত্যু নিরাপত্তারক্ষীর...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/28/427481-abehala.png)
অয়ন ঘোষাল: আচমকাই বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ! তারপর? হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের স্বয়ংক্রিয় লোহার গেট। প্রাণ গেল নিরাপত্তারক্ষীর। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বেহালায়।
স্থানীয় সূত্রের খবর, বেহালায় চণ্ডীতলা এলাকায় বিলাসবহুল ওই বহুতলটি তৈরি হয়েছে সদ্যই। সদর দরজায় বসানো হয়েছে স্বয়ংক্রিয় লোহার স্লাইডিং গেট। সেটি আবার বিদ্যুৎচালিত।
ওই বহুতলের নিরাপত্তারক্ষী ছিলেন বিমলকুমার দাস। রোজকার মতোই এদিন সকালে বহুতলে গেটের সামনে ডিউটি করছিলেন তিনি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্বয়ংক্রিয় লোহার স্লাইডিং গেটটি! বেশ কিছুক্ষণ গেটের নিচেই চাপা পড়েছিলেন বিমল। শেষপর্যন্ত যখন বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কীভাবে ভেঙে পড়ল লোহার গেট? বহুতল আবাসনটি রক্ষণাবেক্ষণ দায়িত্ব যাঁদের, সেইসব কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে বেহালা থানার পুলিস। এলাকায় শোকের ছায়া।
আরও পড়ুন: Monsoon | Open Electric Line: প্রথম বর্ষাতেই শহরে মৃত্যু, কালান্তক সেই বতিস্তম্ভের তার
এর আগে, শেক্সপিয়র সরণির একটি বহুতলে যিনি লিফটম্যান ছিলেন, তাঁর উপরেই ভেঙে পড়েছিল লিফট! মৃত্যু হয়েছিল ওই লিফটম্যানের। লিফটে দুর্ঘটনা ঘটে কসবার একটি নার্সিংহোমেও। লিফটের তার ছিঁড়ে গুরুতর জখম হন চিকিৎসক দম্পতি।