শর্টস্ট্রিট কাণ্ডে পুলিসের গলদের কথা হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য
শর্টস্ট্রিট কাণ্ডে পুলিসের গাফিলতির কথা এবারে হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য সরকার। গুলির ঘটনার আগে ১৫ সেপ্টেম্বর হামলা ও বন্দুক লুঠের তদন্তে পুলিসের গাফিলতি ছিল।
শর্টস্ট্রিট কাণ্ডে পুলিসের গাফিলতির কথা এবারে হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য সরকার। গুলির ঘটনার আগে ১৫ সেপ্টেম্বর হামলা ও বন্দুক লুঠের তদন্তে পুলিসের গাফিলতি ছিল।
আদালতে আজ একথা স্বীকার করে নেন সরকারি আইনজীবী। শেক্সপিয়র সরণী থানার এএসআই নুর আলিকে গ্রেফতারের পরই শর্টস্ট্রিট কাণ্ডেপুলিসি যোগসাজশের বিষয়টি সামনে এসেছিল। পরে ওই ঘটনায় থানার ওসি পীযুষ কুন্ডু এবং এসি তাপস বসুকেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এবারে সেই গাফলতির কথাই আদালতে স্বীকার করে নিল রাজ্য।
সেপ্টেম্বর মাসে শর্ট স্ট্রিটে মমতা আগরওয়ালের স্কুলে যখন হামলা চলে তখনই অভিযোগ দায়ের হয় শেক্সপিয়ার থানায়। কিন্তু পুলিস কোনও ব্যবস্থাই নেয়নি। এগারোই নভেম্বর পুলিস কমিশনারের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চলে শর্ট স্ট্রিটের স্কুলে।