নিজস্ব প্রতিবেদন : ব্রিগেডে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জি ২৪ ঘণ্টাকে জানালেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন, চিকিতসকের পরামর্শ মেনেই ব্রিগেডে আসবেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিতসকের পরামর্শ মতোই থাকবে সব ব্যবস্থা। তবে, আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকতে পারছেন না কানহাইয়া কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কপ্টার জটে সভায় নেই,বালুরঘাটে মোবাইলে ভাষণ যোগী আদিত্যনাথের


৩ বছর পর বামেদের ব্রিগেড সমাবেশ। ২০১৫ সালে বামেদের শেষ ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবারও বামেদের ব্রিগেডের দিন ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, ৩ ফেব্রুয়ারির সমাবেশে বুদ্ধবাবু আসবেন কি না তা নিয়ে। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্রিগেড সমাবেশে আসা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।


তবে শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পরিষ্কার জানিয়ে দেন, চিকিতসকের অনুমতি মিললেই রবিবারের ব্রিগেড সমাবেশে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর এদিন সকালে ফের রবীন দেব জানান, ব্রিগেড সমাবেশে আসবেন বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও অমিয় পাত্র আবার বলেন, চিকিত্সকরা রাজি নন। তাই বুদ্ধবাবুর ব্রিগেড সমাবেশে আসার সম্ভাবনা ৮০ শতাংশ।



আরও পড়ুন, অনুমতি মিললেই ব্রিগেডে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য!


প্রসঙ্গত, সমাবেশের আগের দিনই দলীয় মুখপত্রে একটি বার্তা দিয়েছেন বুদ্ধবাবু। সেই বার্তায় লড়াইয়ের ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছেন তিনি। এদিন সকাল থেকেই রাস্তায় নামে ব্রিগেডমুখী বাম সমর্থকদের স্রোত। ৩ বছর পর বামেদের ব্রিগেড সমাবেশে জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসছেন কলকাতায়। শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া দিয়ে মানুষ আসছেন জেলা থেকে।


এদিনের ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, বহু মানুষ এতদিন তৃণমূলের ভয়ে রাস্তায় নামতে পারতেন না। এবার তাঁরা বেরিয়ে এসেছেন। এদের বেশিরভাগটাই তরুণ। এত মানুষ আসছে, তাতে ব্রিগেড ভরে যাবে। তিনি জানান, এবারের ব্রিগেডে বামেদের স্লোগান, "তৃণমূল হঠাও রাজ্য বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও।"