দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে স্কাই ওয়াক উড়ালপথ

Updated By: Mar 17, 2015, 08:24 PM IST

দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন উড়ালপথ। প্রকল্পের খরচ প্রায় ৬৫ কোটি  টাকা। উড়ালপথ তৈরি হলে যানজট এড়িয়ে সোজা মন্দির চত্বরে পৌছতে পারবেন দর্শনার্থীরা।

স্কাই ওয়াক উড়ালপথ। পথচারীদের জন্য রাজ্যের নয়া উদ্যোগ। এই উড়ালপথ দিয়েই সোজা দক্ষিণেশ্বর মন্দির চত্বরে পৌছে যেতে পারবেন দর্শনার্থী। মঙ্গলবার প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। উড়ালপথ থেকে নামা ওঠার জন্য থাকছে চলন্ত সিড়ি।

উড়ালপথে যানবাহনের জন্যেও থাকছে আলাদা লেন। দেড়বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। একই সঙ্গে পাঁচটি জেলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা ঘোষণা হয়েছে। অনুষ্ঠান শেষে দক্ষিনেশ্বর মন্দিরে পুরমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী।

.