ঘুমের ঠিকানা খুঁজতে কোমর বেধে নামল রাজ্য সরকার

কর্মব্যস্ত জীবনে এখন নিজের জন্য সময় খুবই কম। তার জেরে সম্পর্ক যেমন ভাঙছে, তেমনই কমছে মানুষের সহ্য ক্ষমতা। এরফলে মানসিক অসুস্থতা বাড়ছে। যার প্রভাব পড়ছে ঘুমে। কি কারণে মানুষের ঘুমের ব্যাঘাত হচ্ছে, তা জানতে এবার রাজ্য সরকারের উদ্যোগে শহরে তৈরি হচ্ছে স্লিপ ল্যাবরেটরি।

Updated By: Oct 14, 2014, 06:18 PM IST
ঘুমের ঠিকানা খুঁজতে কোমর বেধে নামল রাজ্য সরকার

ওয়েব ডেস্ক: কর্মব্যস্ত জীবনে এখন নিজের জন্য সময় খুবই কম। তার জেরে সম্পর্ক যেমন ভাঙছে, তেমনই কমছে মানুষের সহ্য ক্ষমতা। এরফলে মানসিক অসুস্থতা বাড়ছে। যার প্রভাব পড়ছে ঘুমে। কি কারণে মানুষের ঘুমের ব্যাঘাত হচ্ছে, তা জানতে এবার রাজ্য সরকারের উদ্যোগে শহরে তৈরি হচ্ছে স্লিপ ল্যাবরেটরি।

মানসিক অসুস্থতা বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। হৃদরোগের পর এই রোগেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু-র সমীক্ষায় দেখা গিয়েছে, আগামী পাঁচ বছরে এশিয়ার তিরিশ শতাংশ মানুষ মানসিক রোগের শিকার হবেন। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ঘুমে। এমনিতেই  ১৩ থেকে ১৪ শতাংশ মানুষের ঘুম কম হয়। হয় তাঁরা ইনসমনিয়ার শিকার কিংবা দুশ্চিন্তার কারণে কম ঘুমোন। কিন্তু ঠিক কী কারণে মানুষের ঘুমের ব্যাঘাত হয় তা পরীক্ষা করে দেখতে এবার রাজ্যে তৈরি হচ্ছে স্লিপ ল্যাবরেটরি। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সাইকিয়াট্রিকে তৈরি হয়েছে স্লিপ ল্যাবোরেটরি।

আমেরিকার ক্লিভল্যান্ডের স্লিপ ল্যাবোরেটরির আদলে তৈরি হয়েছে কলকাতার স্লিপ ল্যাব। এখানে কোন রোগী গেলে কী কারণে তাঁর মানসিক অসুস্থতা ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা
তাঁর শরীরে অত্যাধুনিক যন্ত্র লাগিয়ে পরীক্ষা করে দেখবেন চিকিত্‍সকরা। কীভাবে পরীক্ষা করা হবে? প্রথমে রোগীকে ঘুমের ওষুধ দেওয়া হবে। তারপর তাঁকে স্লিপ ল্যাবে গিয়ে ঘুমতে হবে। সেইসময় তাঁর শরীরে ভিডিও টেলিম্যাট্রি, পলিসোমনোগ্র্যাফি সহ একগুচ্ছ অত্যাধুনিক যন্ত্র লাগিয়ে দেওয়া হবে। সেই যন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক রশ্মি, হৃদকম্পন, চোখ ও পেশির নড়াচড়া মনিটর করা হবে।

চিকিত্‍সকদের দাবি, এর ফলে মানুষের কেন ঘুম কম হচ্ছে এবং তারফলে তাঁরা কতটা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তা হয়ত ধরা যাবে। শুধু তাই নয়। যাঁরা মানসিক রোগ নিয়ে গবেষণা করছেন, তাঁদের কাছেও এই স্লিপ ল্যাপ কেস স্টাডির সুবিধা করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

.