অয়ন ঘোষাল : অনাদরে অবহেলায় ৭৩০ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে পড়ে আছেন SLST প্যানেলভুক্ত বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা। আজ এক অভিনব উপায়ে প্রতিবাদ ও ধিক্কার জানালেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সরকার তাঁদের মুখের রুটি কেড়েছে। তাই আজ SLST ধরনা মঞ্চে রুটি ঝুলিয়ে প্রতিবাদ করলেন তাঁরা। যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি পাওয়ার ও স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আজ এরা নিজেরাই নিজেদের বাঁধলেন লোহার শিকলে। আজ SLST প্যানেলভুক্ত বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের প্রতি সহমর্মিতা জানাতে ধরনাস্থলে এসেছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়। 


এর আগে ৮ মার্চ রাস্তায় দন্ডি কেটে প্রতিবাদ জানান SLST প্যানেলভুক্ত বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত দন্ডি কাটেন SLST প্যানেলভুক্ত বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা। আন্তর্জাতিক নারীদিবসের দিন ৭২৫ তম দিনে পড়ে চাকরির দাবিতে তাঁদের অবস্থান বিক্ষোভ। SLST প্যানেলভুক্ত বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের বক্তব্য একটাই, তাঁদের ঘরবাড়ি, সংসার, পরিবার সবকিছু শেষ হয়ে গিয়েছে। অযোগ্য প্রার্থীরা চাকরি করছেন। কিন্তু তাঁরা যোগ্য হয়েও বঞ্চিত।


আরও পড়ুন, DA Strike, Showcause: অফিস না এসে DA-র দাবিতে ধর্মঘট! সরকারি কর্মচারীদের শোকজের প্রক্রিয়া শুরু



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)