ওয়েব ডেস্ক: সোনিকা মৃত্যুকাণ্ডে আজ আদালতে পেশ করা হবে বিক্রম চ্যাটার্জিকে। ধৃত অভিনেতাকে ফের নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিস। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বারবার বয়ান বদলে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। আজ এই যুক্তিতেই ফের হেফাজতে চাওয়া হতে পারে তাঁকে। অনেক ক্ষেত্রেই বিক্রমের বয়ানের সঙ্গে পুলিসের তথ্য মিলছে না বলেও দাবি তদন্তকারীদের।

প্রসঙ্গত, শুক্রবার রাত থেকে টালিগঞ্জ থানাতে একাই রয়েছেন বিক্রম। তবে পুরোটাই CCTV-র নজর দারিতে। ঘটনার রাতে HHI -থেকে বেরনোর পর কোথায় কোথায় গিয়েছিলেন, তা নিয়ে বিক্রমের বয়ানের সঙ্গে পুলিসের পাওয়া তথ্য মিলছে না। (আরও পড়ুন- বিক্রমের গাড়িতে পাওয়া বোতলে কী ছিল? জানা গেল ফরেনসিক রিপোর্টে)

English Title: 
Sonika Singh Chauhan Case: Vikram Chatterjee to be produced at court today
News Source: 
Home Title: 

আজ আদালতে বিক্রম

আজ আদালতে বিক্রম
Yes
Is Blog?: 
No