ভোটে কর্মীদের রিগিংয়ের নির্দেশ সৌগত রায়ের
দলীয় কর্মীদের বুথ দখল, রিগিংয়ের পরামর্শ দিলেন সৌগত রায়। বরাহনগরের প্রগতি সংঘের মাঠে গতকাল কর্মিসভায় তিনি দাবি করেন, ২০০৯-এর ভোটে ওই এলাকায় বুথ দখল করেছিল সিপিআইএম। ওই ঘটনা মনে করিয়ে পাল্টা বুথ দখলের পরামর্শ দিলেন প্রবীণ এই তৃণমূল নেতা। গত লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন সৌগত রায়।
দলীয় কর্মীদের বুথ দখল, রিগিংয়ের পরামর্শ দিলেন সৌগত রায়। বরাহনগরের প্রগতি সংঘের মাঠে গতকাল কর্মিসভায় তিনি দাবি করেন, ২০০৯-এর ভোটে ওই এলাকায় বুথ দখল করেছিল সিপিআইএম। ওই ঘটনা মনে করিয়ে পাল্টা বুথ দখলের পরামর্শ দিলেন প্রবীণ এই তৃণমূল নেতা। গত লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন সৌগত রায়।
বরানগরে সৌগত রায়ের মন্তব্য সরাসরি হুমকির সামিল বলে মনে করেন কংগ্রে নেতা অরুণাভ ঘোষ।
দলীয় কর্মীদের বুথ দখলের পরামর্শ দেওয়ায় সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।