সকালে অবস্থার আরও অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, চিকিৎসকরাও আশা দেখছেন না

সৌমিত্রবাবুর ক্ষেত্রে ইইজি রিপোর্টে মস্তিষ্কের স্নায়ুর কোন সচলতা ধরা পড়ছে না।" তাহলে কি ব্রেন ডেথ? 

Updated By: Nov 15, 2020, 09:51 AM IST
সকালে অবস্থার আরও অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, চিকিৎসকরাও আশা দেখছেন না

নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের মাল্টিঅর্গান ফেইলিওর। আজ সকালে আরও অবনতি তাঁর শারীরিক অবস্থার। অচল হয়ে গিয়েছে মস্তিষ্কের স্নায়ু। চিকিৎসকরা কোনও আশা দেখছেন না শারীরিক অবস্থার।  ইইজি রিপোর্টে মস্তিষ্কের স্নায়ুর কোনও ওয়েভ বা স্নায়ু সচলতার মাত্রা হিসেবে কোনও তরঙ্গ মিলছে না। হাসপাতাল সূত্রে খবর,  গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুর সূচক ৪-এরও নিচে। তাহলে কি মস্তিষ্কের স্নায়ু অচল হয়ে গিয়েছে? মস্তিষ্ক কোনও কাজ করছে না? এ প্রশ্নের কোনও উত্তর মেলেনি বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সৌমিত্রের সামগ্রিক শারীরিক অবস্থার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। সেখানে এমন তথ্যই রয়েছে বলে সূত্রের খবর।

কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে বেলভিউ ক্লিনিকে সৌমিত্রের চিকিৎসার অবস্থা, নথি দেখতে পাঠানো হয় পাঁচ জন বিশেষজ্ঞকে। পরিস্থিতি দেখে মিরাকেলেই ভরসার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা বলেছেন, আশ্চর্যজনক কিছু না ঘটলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় যুক্ত এক বিশেষজ্ঞ চিকিৎসক শনিবার জি ২৪ ঘণ্টাকে বলেন, "ইইজি করলে মস্তিষ্কে স্নায়ুর কয়েকটি বিষয় অন্তত পক্ষে জানা সম্ভব। সেই ওয়েভ আমরা দেখতে পাই। সৌমিত্রবাবুর ক্ষেত্রে ইইজি রিপোর্টে মস্তিষ্কের স্নায়ুর কোন সচলতা ধরা পড়ছে না।" তাহলে কি ব্রেন ডেথ? 

ওই বিশেষজ্ঞের উত্তর, "অবস্থা তেমনটাই। কোনও চিকিৎসা পদ্ধতি কাজ দিচ্ছে না। কোন ওষুধের কোন ফল মিলছে না। আপাতত সবটাই হাতের বাইরে। প্লাসমাফেরেসিসও ফেল করেছে। ডায়ালিসিস এ ফল মিলছে না।"মাল্টিঅর্গান ফেইলিওর এর মত অবস্থা তৈরি হয়েছে। হার্ট, লিভার, কিডনি এবং ফুসফুস মূলত প্রায় কাজ করছে না। এমনটাই অভিমত একাধিক চিকিৎসকের। এক কথায় হাল প্রায় ছেড়েই দিয়েছেন চিকিৎসকরা। 

.