ওয়েব ডেস্ক: বাংলার মানুষকে সাবলম্বি করতে, বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকার সবসয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। চাষীদের কাজের সুবিধার্থে আরওসহজ করা হয়েছে শস্য ঋণ। ফলে বেড়েছে ঋণ গ্রহীতার সংখ্যা। বর্তমানে রাজ্য ১০ লক্ষ ১১ হাজার ৯৩৩ লক্ষ টাকার শস্য ঋণ দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত চার বছরে তৈরি হয়েছে ২৭ হাজার ১৫০টি সেনফ হেল্প গ্রুপ। ফলে গোটা সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ২ হাজার ৮৫০। এর মধ্যে   ১৬ লক্ষ ২৬ হাজার ২৪১ জন মহিলা। আরও বেশি করে শস্য যাতে সংরক্ষণ করা যায় তাঁর জন্য বাড়ানো সংরক্ষণ ক্ষমতা। যা আগে ছিল ৬.০৩ লক্ষ মেট্রিক টন তা এই চার বছরে বেড়ে হয়েছে ৭.০১ লক্ষ মেট্রিক টন। এই বিভাগ সম্পর্কিত সব  অফিসকে এক ছাদের তলায় আনতে তৈরি হয়েছে সমবায় ভবন। রাজ্য সরকারের উদ্যোগে শক্তিশালী হয়েছে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিও।


পড়ূন প্রশাসনিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ