নির্মমতা! এসএসকেএম ফেরালো অসুস্থ বৃদ্ধাকে

হৃদরোগের সমস্যা নিয়ে চিকিত্সা করাতে এসেও এসএসকেএম থেকে ফিরে যেতে হল বেহালার রবীন্দ্রনগরের বাসিন্দা শোভারানি রায়কে। রবিবার রাতে অসুস্থতার কারণে ওই বৃদ্ধাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। 

Updated By: Oct 1, 2012, 10:34 AM IST

হৃদরোগের সমস্যা নিয়ে চিকিত্সা করাতে এসেও এসএসকেএম থেকে ফিরে যেতে হল বেহালার রবীন্দ্রনগরের বাসিন্দা শোভারানি রায়কে। রবিবার রাতে অসুস্থতার কারণে ওই বৃদ্ধাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁর সিটি স্ক্যানও করা হয়। পরিবারের লোকের দাবি, চিকিত্সকেরা পরামর্শ দেন বৃদ্ধাকে ভর্তি করার জন্য। অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় তাঁকে ভর্তি করা যায়নি। দীর্ঘ টালবাহানার জন্য তাঁকে প্রায় দুঘণ্টা রাস্তা ফেলে রাখা হয় বলেও অভিযোগ।  

.