দাম কমাতে এবার কম দামে মাছ বিক্রি করবে রাজ্য সরকার

Updated By: Nov 13, 2014, 09:10 PM IST
দাম কমাতে এবার কম দামে মাছ বিক্রি করবে রাজ্য সরকার

বাজারে সবজির পাশাপাশি আকাশছোঁয়া মাছের দামও। এবার তাই কম দামে মাছ বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী পরিকল্পিতভাবে মাছের দাম বাড়াচ্ছেন বলে এদিন বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন তিনি। সেকারণেই বিভিন্ন বাজারে কম দামে মাছ বিক্রি করার জন্য মত্‍স্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এর মধ্যেই টাস্ক ফোর্স। অথচ জেলায় জেলায় দাম নিয়ন্ত্রণকারী বাজার কমিটিগুলিই কার্যত নিষ্ক্রিয়। সেগুলি এখন দুর্নীতির আখড়া। ফলে প্রতিদিনই বাড়ছে দাম।

অবশেষে গতকাল রাজ্যের সব কটি নিয়ন্ত্রিত বাজার কমিটি ভেঙে দেয় রাজ্য সরকার। দুর্নীতির আখড়া হয়ে কার্যত নিষ্ক্রীয় হয়ে গিয়েছিল রাজ্যের বিয়াল্লিসটি নিয়ন্ত্রিত বাজার কমিটি। দাম কমাতে পদক্ষেপ তো দূরের কথা, কমছিল সরকারের আয়। তাই পুরনো কমিটি ভেঙে নয়া কমিটি গড়ছে রাজ্য। মন্ত্রীর দাবি, বাম আমল থেকেই ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল এই বাজার কমিটিগুলি।     

 

.