নিজস্ব প্রতিবেদন : আনিসকাণ্ডে (Anis Khan Murder Case) নয়া মোড়। আনিসের বাড়িতে তল্লাশি আইন মেনে হয়নি। পুলিসের গাফিলতি ছিল। হাইকোর্টে (Kolkata High Court) স্বীকার করল রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আনিস খানের (Anis Khan) মৃত্যুতে  শুরু থেকেই ছাত্র নেতার পরিবারের নিশানায় পুলিস। ঘটনার তদন্তে রাজ্য বিশেষ তদন্তকারী  দল বা সিট (SIT) গঠন করলেও তাতে আস্থা নেই মৃত ছাত্র নেতার পরিবারের। গোড়া থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছে আনিস খানের পরিবার। মঙ্গলবার  হাইকোর্টে মামলার শুনানিতে পুলিসের গাফিলতির কথা স্বীকার করে নিল রাজ্য। 


এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "আনিস খানের বাড়িতে অভিযান আইন মেনে হয়নি। ওসি আমতা, পুলিস কর্মী সৌরভ, নির্মল দাস ও কাশীনাথ বেরা আনিস খানকে চিনতেন না। আমতার বাসিন্দা জিয়াউর আনিসের পরিচয় নিশ্চিত করেন। অভিযুক্ত পুলিস কর্মীদের শাস্তির প্রয়োজন। 


এজির এই বক্তব্যের পর মামলার  শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। "৩০৪-এ ধারায় কেন মামলা? ৩০২ ধারায় কেন মামলা হবে না, কী করে এই সিদ্ধান্তে পৌঁছল পুলিস?" রাজ্যের অ্যাডভোকেট জেনালেরকে প্রশ্ন করেন বিচারপতি।


উত্তরে রাজ্যের এজি জানান, "হত্যার উদ্দেশ্য নিয়ে পুলিস যায়নি। অভিযুক্তদের মোবাইল পরীক্ষা করে চক্রান্তের প্রমাণ মেলেনি। তাই অভিযুক্তদের ক্ষেত্রে ৩০২ ধারা প্রযোজ্য নয়। আনিস খানের বাবা শুধু পড়ে যাওয়ার আওয়াজ শুনেছেন, কিছু দেখেননি। মৃত ছাত্র নেতার বাবা প্রত্যক্ষদর্শী নন। ধস্তাধস্তি হলে পরিবারের কেউ চিৎকার শুনতেন। কেউ কোনও চিৎকারও শোনেননি।"


আরও পড়ুন, Abhishek Banerjee: অভিষেক-রুজিরার 'সুপ্রিম' স্বস্তি, কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ ইডি-কে


আরও পড়ুন, SSC: কীভাবে চাকরি পেলেন মন্ত্রী-কন্যা? শিক্ষক নিয়োগে ফের CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)